ব্যর্থ ক্ষরণের বিষাদ
আমরা আমাদের পালক
একটা একটা করে ছিঁড়ে ফেলছি
বাতাস সে সব বয়ে নিয়ে যাচ্ছে সম্পর্ক ভেলায়
শেষ সূর্যাস্তের কাছে অনায়াস অবহেলায়
বৃষ্টির মতো কান্নাও রাস্তা খোঁজে
ফড়িং এর ল্যাজে সুতো বেঁধে উড়ান ভরা দিন
আর ফড়িং এর কান্না না শোনার নিঃস্ব সময়
নদীতীরস্থ জলের শব্দ সঙ্গীত হয়ে ওঠে
এক বিস্তৃতি কারাগারে বন্দি স্বপ্ন যত
মাছরাঙা ধ্যানে বসে থাকে লোভাতুর অতৃপ্তি
বুকে নিয়ে নাছোড় বিষণ্ণতা
বাউল গান গাইতে গাইতে পাড় হয় জীবন
না পাওয়ার কান্না এখন ব্যর্থ ক্ষরণের বিষাদ
এসব লেখার ভেতর কবিতা কোথায় লুকিয়ে
তোমাকেই খুঁজে নিতে হবে
কবিতা বাউলের মতো ঘুরে বেড়ায় তোমার সাথে
রাস্তা বাজার সপিংমল শ্মশান গোরোস্থান দিগন্তে নীয়তির সাথে লিপিবদ্ধ
জীবনের বিষাদ উল্লাসের চবুতরায় নিজস্ব চৌহুদ্দিতে।