|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় উদয়ন চক্রবর্তী

বাইশে শ্রাবণ
সেই যে তুমি চলে গেলে
যদিও শেষ মুহূর্তেও তোমার থেকে যাবার
ইচ্ছেই তোমাকে খুঁজে পেতে কোনো অভিমুখ অজুহাত দরকার হয়না হয়নি আমাদের জীবনের মূল শিলালীপি পড়তে।
সেতো তুমিই বলে গেছ বারংবার জীবনই
শেষ কথা যদিও মৃত্যুও তোমার কাছে ছিল
শ্যাম সমান সে কথা কী কথার কথা তবে?
তুমি যে তুলি দিয়ে এঁকে গেছ ছায়া কথা
এঁকে গেছ জীবনের রঙিন ধূসর কথকতা
আজও তুমি বাইশে শ্রাবণে এক অসমাপ্ত
উপন্যাসের কবিতার প্রবন্ধের গল্পের চিঠির
শেষ পর্যন্ত সঙ্গীতের শেষ না হওয়া ঢেউয়ের
অনুরণিত বিষাদ ব্যথার আনন্দ নিকেতন
এ পৃথিবীর পাতায় পাতায়।
তাই হয়তো তুমি এখনও জীবিত বাইশে শ্রাবণ থেকে আবার বাইশে শ্রাবণে
তুমি এখনো রাজা রাজপুত্র এখনো
ঠাকুর না হয়েও ঠাকুর নিঃসঙ্গ পথিক এক নিজস্ব দ্বীপ হাতে আলো জ্বেলে চলেছো অমৃতলোক থেকে।
এখন এখানে শুধুই কোলাহলের কোলাজ
বরাদ্দ দুদিন তোমার জন্য এখনও নজর ঘোরাতে পরোনে লুকোনো সাজ
তবুও তো তুমি আছো আজও কিংবা আগামীর কাছে রয়ে যাবে তোমার অনন্ত ক্ষয়হীন কাজের খেরোর খাতা হাতে।