আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ উদয় ভানু চক্রবর্তী

অপেক্ষা
আসলে মনখারাপের কোনো ডাকনাম হয় না- শেষবার তার সঙ্গে দেখা হলো যখন, পড়ন্ত বিকেল রোজকার মতো রঙ ছড়িয়ে দিচ্ছিলো আকাশের ধারে —
চারপাশের তুমুল ক্যাকফনিতে হারিয়েছিল বধিরতার সূচক- একটা ঘরে ফেরা উন্মুখ পাখি তবু হঠাৎ থেমে বিষন্ন মেলানকোলি শোনালো, কানেকানে-
কিছু দীর্ঘশ্বাস জড়ো হয়ে বুকে ঝড় তুলেছিল!
ঈষদুষ্ণ হাওয়ায় তার কানের পাশের চুল উড়ছিল, বললাম—’একদিন এমনই সময়,
আবার তুমি এসো—যদি ইচ্ছে হয়—
আলোকবর্ষ পরেই নাহয়।’