কবিতায় উদয় ভানু চক্রবর্তী

বিরহ
ওই যে কারা স্টেশনের ধারে ছড়িয়ে রেখেছিল কৃষ্ণচূড়া, নীরবে কে যেন ফেলেছিল দুফোঁটা অশ্রু লাগোয়া সরু গলিপথে – কাদের তারস্বরে উৎসবে মেতে উঠেছিল পাশের ডরমেটরি ক্ষনিকের জন্য,
ভবঘুরে পাখির ক্লান্ত ডানার নীচে দীর্ঘায়িত মেঘের ছায়ায় অন্ধকার করে ছিল আকাশ!
নির্বাসিত অস্থিরতা ভেঙ্গে বৃষ্টি আসে, রিনরিন চাপা বেহাগের সুর,
হাওয়ার ফিসফিস গিলে নেয় ফুরিয়ে আসা বেলাটুকু,
শূন্য প্ল্যাটফর্মে নিঃশব্দে দাঁড়িয়ে ট্রেনটা শুধু ভেজে-
ঘুঘুটা শেড থেকে ঘাড় বেঁকিয়ে দুঃখীর মতো কি দেখে কে জানে-
খাঁ খাঁ জগৎ ঘিরে একটু একটু করে রাত নামে!
অথচ এই মুহূর্তের বোবা কষ্টটুকু কি টের পাওয়া যায় না বাসবদত্তা?
বলো,
এ’ দৃশ্যও কি ছুঁয়ে যাওয়া এক অনন্ত বিরহের কাব্য নয়?