কবিতায় উপমা বেগম

ওদের সমাজে আমাদের জায়গা নেই
পার্কের আশেপাশে পিচ্চি একটার দেখা মেলে রোজ,
কি প্রাণ খোলা হাসি, ছিন্ন বস্ত্র-নগ্ন পা তাও–
দেখা হলে পাঁচটা টাকা দিলে, হাসি
দিয়ে বলে আরো পাঁচ দিন, দিদি আছে না?
ওদের ভাই বোনের ও কি স্বার্থহীন ভালোবাসা,
রাস্তার পাশের যে কুকুরটা,
সেও ওদের সাথে হাঁটে লেজ নাড়িয়ে।
ওদের মধ্যে এই যে ভালোলাগা, ভালোবাসা তা থেকে আমাদেরকে কিছুই শেখার নেই?
আমাদের মত যান্ত্রিক, ভালোবাসাহীন হৃদয় আর স্বার্থপরদের ওদের সমাজে যেন জায়গা না হয়।