T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় উত্তম বনিক

ফাগুন জ্বালা
গাছের পাতাগুলো সব ঝরে পড়েছে
ফুলগুলোও সব উধাও হয়ে গেছে
ওইগুলো কি ধুলোর আস্তরন? নাকি অভিশাপ?
আচ্ছা কেউ কি নেই, ওকে মুক্তি দেওয়ার!
হাসছো যে, তুমিও তো আমায় মুক্তি দিয়েছিলে।
যখন তোমার শাখায় ফুলে ভরে ছিল,
মৌমাছি, প্রজাপতিরা গুণ গুণ গান শোনাচ্ছিলো।
ওই যে ওই গানটা “বসন্ত এসে গেছে”…