কবিতায় উত্তম বনিক

তোমার আমার পুজো
কোথা থেকে করবো শুরু… কোথা করবো শেষ,
রং বাহারের দুনিয়াতে… এইতো আছি বেশ!
চার দিনেরই পুজোয় তোমরা করো ঘোরাঘুরি,
আমরা তখন খিদের জ্বালায়… হন্যে হয়ে মরি।
দু পাঁচ টাকা দয়া করে… যদি তোমরা দাও,
আশীর্বাদে তোমার জুটুক… রোল চাউমিন পোলাও।
ভালো কাটুক শারদীয়া… এই কামনা করি,
আমরা না হয় কল্পনাতে… নতুন জামা পরি।
তোমরা যখন সুরের বুলি… ওঠাও পুজোর ঢাকে,
আমার পুত্র কন্যা তখন… রাস্তা চেয়ে থাকে।
মাগো তুমি কৈলাশ হতে… কখন দেবে পাড়ি,
কল্পনাতে নতুন বস্ত্র পরে আমি… তখন যাবো বাড়ি.
তোমরা যখন নতুন জামা… পরো নতুন শাড়ী,
উপোস করে আমরা তখন…… মায়ের পুজো করি.
দু হাত ভরা কমল নিয়ে দাও যখন অঞ্জলি,
আমরা তখন শ্রদ্ধা ভরে…… বলি মায়ের বুলি।
রাস্তা জুড়ে হরেক খেলনা … কত বাহারের খাবার,
তোমার শিশু যদি ফেলে, জুটবে আমার শিশুর আহার।
সবার চোখের জল মুছে যাক… থাকুক সবাই সুখে,
আঁধার ঘুচে হাসি ফুটুক… এই পৃথিবীর বুকে.
শারদোৎসবে আমার তোমার… বিভেদ দুর করি,
সবাই মিলে এখন চলো….. দুর্গা দুর্গা করি।