কবিতায় তীর্থঙ্কর সুমিত

সাহিত্য কথা
এখন কাঁকড়াদের বাস পুরো পৃথিবীজুড়ে
জেতার লড়াই নিম্নমুখী
সাহিত্য তুমি আজ বড় দল কষাকষি
মুখ চাওয়াচায়ি কিছু মেরুদন্ডহীন
তোমায় গ্রাস করেছে প্রতিদিন
ঠান্ডার যুদ্ধের প্রণামী বাক্স তোমায় যারা বানিয়েছে
তাঁরা বক্তব্য দেয় মঞ্চে মঞ্চে
কালের নিয়মে কালের পুতুল তাঁরা বোঝেনা
হারিয়েছে অরণ্য
সংকট জলের
প্রতিদিনই যুদ্ধ…
একটা সকাল প্রণম্য সাহিত্য।