ক্যাফে কাব্যে তীর্থঙ্কর সুমিত

অপরিপূর্ণ ডাকবাক্স
কত বিষাদ দিন আর রাত, রাত আর দিন সব মুছে যায় ভালোবাসার আত্তীকরণে নস্টালজিয়া হৃদভ্যাসে চেয়ে থাকে নদী আশাকে ছাড়িয়ে যত প্রত্যাশা ঘিরে রাখে ঢেউ মুখোমুখি চায়ের কাপ আর উলাটপুরান দৃষ্টি মনের পোস্টাপিসে ভুলের হদিস তাইতো ডাকবাক্স আজও অপরিপূর্ণ।