ক্যাফে কাব্যে তীর্থঙ্কর সুমিত

১। এলোমেলো হৃদয়
দুরন্ত নদীর সঙ্গে পাল্লা দিতে দিতে
আজ বড় ক্লান্ত
পশ্চিমে অস্তাচলের সূর্য আর বুকের বাতাস
ইচ্ছের দিনলিপি সাজিয়ে
বসে আছে সামনের নিকানো উঠোনে
দেখতে দেখতে ঘাস পাতার গল্পেরা
আজ বড় হয়ে উঠছে
সময়েরা পার হয়েছে আপন স্বভাবে
এলোমেলো হৃদয় আজ কড়া নাড়ে স্রোতের বিপরীতে _
২। ভালোবাসার আল্পনা
কত শব্দ —
সাজানো আছে নিজের মতো
এপাশ থেকে ওপাশ
প্রতিটা বিন্দুতেই লুকিয়ে আছে বৃত্তের গল্প
অসহায়তার হাত ধরে
পায়ে পায়ে এগিয়ে যায় আমার বেলাভূমি
তাইতো আজও প্রাণ পাই
মুক্ত আকাশে আঁকি ভালোবাসার আল্পনা।
৩। অভিরুচি
জমানো কত কথা ক্রমশঃ শেষ হয়ে আসছে
নীল রং কালো হতে হতে মিলিয়ে যাচ্ছে
কোনো অজানা দেশে
ব্যর্থতার শৈশব পরিপাক্ক যৌবন ফেলে
এখন একাকী অন্ধকারে
নিজেকে বদলাতে চায়
তোমার সব চাওয়া —-
উদাসীনতার বিকেল আজ যাত্রা পথে
শুধু রঙ বদলে যায়
বদলে যায় নিজেকে চেনার অভিরুচি।