কবিতায় তাপসী সরকার

বেসুরো অভ্যাস

বিকেলের বুক জুড়ে আসন্ন সন্ধ্যার গল্পকথা
নক্ষত্র ফোটে জগৎ আলো হারাতে শুরু করলে
অভ্যাসী হতে শেখে ভালোবাসা,প্রেম বিবর্ণ হয়।
সবুজের প্রারম্ভিক উৎসবে ফিকে পত্র মূল্য হারায় গাছের কাছে
এক কাল যায় অন্য কাল আসে, সেটাও তো ঋতুর একধরনের অভ্যাস,
বিছানা ভেজে অভ্যাসী প্রতি রাতে,
কিন্তু বিহ্বলতা হারিয়ে মন তখন আউশের ধানে মূহুর্ত খোঁজে,
দূরত্বে ফেলে আসা সুখ মূহুর্তকে স্মরণ করে চুমু খায় তার গালে কপালে।
সমগ্র আকাশে এক টুকরো মেঘের মতো অনিশ্চিত সেই সময়,
মুখোমুখি তুমি আমি, অশ্বত্থ বৃক্ষ আর অবিরত গঙ্গা, আরও কত কেউ,
একটা উদোম ঝোড়ো বাতাস, তারপর শান্ত হাওয়ায় কেবল অভ্যাস।
এভাবেই জগতে কত কে বেঁচে থাকে অভিনয়ে অভ্যাস গড়ে
এভাবে প্রেম হারিয়ে যায় ধীরে,ব্যবহৃত সামগ্রীর মতো স্বীকৃত ভালোবাসা টিকে যায়।
বেসুরো অভ্যাসেই জীবন তখন অভিমুখী গান গায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।