ক্যাফে গুচ্ছ কাব্যে তীর্থঙ্কর সুমিত

১| জলরঙা পৃথিবী
পাশাপাশি হাত আজ বদলে গেছে
নদীস্রোতে আলোকানন্দা মিশেছে কোনো…
স্মৃতি কথার বেঞ্চে এখন জঙের প্রলেপ
পাহাড়ের গল্প নদীর বুকে
আর ক্যানভাসে
জলরঙা এক নতুন পৃথিবী।।
২| স্তম্ভ
কথাগুলো সাজানো রয়েছে…
যেমন ইচ্ছে বসিয়ে নিলেই
রূপকথার অনন্ত যাত্রায় গা ভাসাবে
সমুদ্র চিন্তন এখন পাহাড়ের ইতিহাসে।
দৈনন্দিন যত মুগ্ধতা কথনের প্রাচীরে
নতুনের সন্ধান মেলাবে
বিগত ফেলে আসা অশোকের শিলালিপি
একদিন কলিঙ্গের পথে
আগামীদিন আগামীর হাত ধরে দাঁড়িয়ে থাকবে।