কবিতায় টুলা সরকার

স্বপ্ন
স্বপ্ন দেখা চোখ
স্বপ্ন ভালোবাসে
স্বপ্ন সাজিয়ে নিয়ে
স্বপ ভেলায় ভাসে।
স্বপ্ন স্বপ্ন খেলা
স্বপ্ন কারিগর
স্বপ্ন চোখে ভাসে
স্বপ্ন জাগরণ।
স্বপ্ন দেখায় পথ
স্বপ্ন আঁখি ভর
স্বপ্ন নিয়ে চলা
স্বপ্ন ভরা ঘর।
স্বপ্ন দেখায় সাফল্য
স্বপ্ন গড়ে জীবন
স্বপ্ন আতিশয্যে
স্বপ্ন দেখে মন।
স্বপ্ন শুধু স্বপ্ন নয়
স্বপ্ন বাস্তবতা
স্বপ্ন আহরণ
স্বপ্ন গভীরতা।