ক্যাফে কাব্যে টুম্পা সাহা

ময়ূরপঙ্খি
মনে মনে একটা ময়ূরপঙ্খি রঙ
বেছে রাখলাম,
তুমি যেদিন আলতো আঁচল
সরাবে,
সেদিন ফিনফিনে চান্দেরি
জড়াবো।
খোঁপায় থাকবে শাদা
কাঠ গোলাপ,
যেগুলো তুমি প্রায়ই কুড়িয়ে
দাও।
বিভাজিকার ঠিক মাঝখানে
ঝুলবে লাল টকটকে
রক্তবিন্দু।
তুমি বহুদিন বাদে খুঁজে
পাবে,
তোমার সেই পুরোনো ঘন
ঝাউবন।
সেই পুকুরপারের স্বপ্ন তোমার
ভোরের,
দেওয়ালে চেপে ধরে
গভীর চুমু।
অন্ধকার ছাদে আনাড়ি
হাত,
জীবন আবার ফিরবে
ছন্দে,
ময়ূরপঙ্খি শাড়িটা বেছে
রাখলাম।।