“এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো” বিশেষ সংখ্যায় তমালী রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অন্য শ্রাবণ
ছুটন্ত ট্রেনের জানলায় শ্রাবণের কথা লেগে আছে।
এরকমই কোনো এক বৃষ্টিদিনে তোমার
ভেজা জামার নকশী বোতামটা…
বোতাম মনে পড়তেই গ্লেনারিজএ
ধোঁয়া ওঠা বর্তুল চায়ের কাপ …
পথ হারানো পাহাড়ি রাস্তা
চড়াই পথে আচমকা বৃষ্টি…হিমশীতল,
ছাতা ছিল না তাই দৌড়…দৌড়,
কাকের ডানায় গড়িয়ে পড়া জল।
কাকভেজা হয়ে ঘরে ফেরা, ঘর
তারপর….
ঘর মনে পড়তেই আবার সমতল,
আলুর ক্ষেত,আলপথ , তালগাছের সারি…
আকাশে ঘনিয়ে আসা কালো মেঘ,
আবার দৌড়… দৌড়… দৌড়,
সমুদ্রের তীর,সূর্যাস্ত,নোনা জল,
হঠাৎ নামলো বৃষ্টি, অনর্গল…
ট্রেনের জানলার কাঁচে তাকিয়েই থাকি,
ঝাপসা,বৃষ্টির ছাঁট,জল…
তোমার চুলে এখনও বৃষ্টি লেগে আছে।