সাতে পাঁচে কবিতায় তমালী রায়

সমাপতন
এ এক আশ্চর্য সমাপতন।
সন্ন্যাস নেবো,সন্ন্যাস নেবো ভাবতেই
দরজায় এক আশ্চর্য কড়া নাড়া।
এখন তো সন্ধ্যা,বাইরে কালবৈশাখী
ছাদবাগানে তান্ডবলীলা, ঝড়,সামাজিক ক্ষয়ক্ষতি।
আদর্শবিচ্যুত হয়ে কতবার ভেঙেচুরে গেছে পথঘাট।
আমার সীমাবদ্ধতা আমি জানি,
তাই ছিলাম আলগোছে।
প্রতিবার ভাবি বাগানটাকে নতুন করে সাজাবো,
নতুন টবে,নতুন গাছে।
সন্ন্যাস না হয় কিছুদিন বাদে—-
এমনই দোলাচলে কড়া নাড়ে কে সে?
দরজা খুলবো? জানি,খুললেই প্রমাদ,
সে,সাথে দমকা বাতাস,ভিতরে তান্ডবনিনাদ
কারো উপস্থিতি ক্ষনিক বৈ তো নয়—
এ ভরসন্ধ্যায় কি মুখ চেনা যায়?
তুমি,তোমরা যারা ছিলে কাছাকাছি,
পরস্পরকে কি কোনোদিন চিনেছি?
তাহলে এই সন্ধ্যার অন্ধকারে, ঝোড়ো হাওয়া
মাথায় নিয়ে এক বৈরাগীর ঘরে
কেন কড়া নাড়ো পথিক?