কবিতায় তপশ্রী পাল

স্থাণু হয়ে যাই
বিকেল হলেই মেঘ ঘনিয়ে আসে
কে যেন বলে “বিন্তি! শীগগির ছাদের কাপড় তুলে আন!”
আমার পায়ে কিশোরীর চঞ্চলতা খেলা করে
তবু আমি স্থাণু হয়ে যাই!
কে যেন বলে ওঠে “দ্যাখ দ্যাখ! শিল পড়ছে! বাইরে ভিজবি আয়!”
আমার ভিতর কাঁপন ধরে সে আওয়াজে!
কিন্তু আমি স্থাণু হয়ে যাই।
কে যেন আশ্লেষে জড়িয়ে ধরে বলে
“তোমার গায়ে বৃষ্টির সোঁদা গন্ধ আসে!”
আমার রক্তে বৃষ্টি ঝরে আজও
তাও আমি স্থাণু হয়ে যাই ।
ঐ তো দেয়ালে ওরা –
অবাক টিকটিকির চোখ
নিয়মিত ওদেরকে দেখে
আর ঠিক তখনই দমকা হাওয়ায়
অতীতের পর্দা এলোমেলো ওড়ে
আর আমি স্থাণু হয়ে যাই ।।