কবিতায় তাপস মাইতি

মৃত্যুরঙ
আবার কি নিয়ে যাবে
এক মিছিল- নদীকে নিয়ে
ব্যথাসাগরের দিকে
কোনোদিনই কি
তার জোয়ারে ভাসাবে, যারা
নাটক করে যাচ্ছে একটা মিথ্যে
প্রতিশ্রুতির নৌকো
কথার স্রোত
ঘূর্ণির ভেতর পাকিয়ে তুলছে
সুদূর প্রসারী যাত্রা
সমস্ত মৃত্যুর রঙ এখনও
সমাজকে প্রতিবাদী করে তুলছে
বিদ্রোহী ঘাসের মাঠ