।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় তপোব্রত মুখোপাধ্যায়

।।ফকিরা – ১।।

অতল হে, গভীরে রাখো কি সুধা
মুখে বিষ, প্রাণে বিষহরি প্রিয়া
আসো যদি ঘিরে তবে ঘর হয়
অমল যে সুর বাউল হৃদি
ডুব দিলে পাবে কিনা মণি —
বাঁধা ছাদ লুটাবে এখনি, তবু
প্রিয়, নাথ হে, অগোচরে
আসি, যাই, তুয়া অভিসারক
দুতর পন্থ, নিয়ত যে আপন ছায়ায়
ঘুমঘোর, বঁধু হে, পিরীতি নারিনু বুঝিতে

।।ফকিরা – ২।।

রূপ হে, অরূপ হও
নিমিত্তমাত্র হয়ে বাঁচি — কাছে যাই অজুহাতে
বিলাসে আসর পাতি ছেঁড়া মাদুরে
ঢেউ হোক দোষ ছিল যত, নিন্দে হোক দশমুখে
শেয়াল-কুকুর খাক ছিঁড়ে
পড়ে থাকার কথাখানি, অরূপ হে
ক্ষ্যাপা হও, সাজি সঙ্গে নাঙ্গা মন একতারাটি…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।