কবিতায় তাপস মাইতি

আশ্চর্যরকম
আশ্চর্যরকম ভাবে তাকিয়ে আছি
কি দেখছি নিজেও বুঝি না
ভাবি যখন প্রভাত হল,
পুকুরের পাড়ে তখন বইছে সন্ধ্যা
একদিন দুপুরেই সূর্য ভেবে
বটগাছটার তলায় দাঁড়াতেই
ঘড়িতে দেখি রাত দশটা
আশ্চর্যরকম ভাবে বাঘ ছুটছে
হরিণের পেছন— গালে চিবোতে
গিয়ে দেখে, গাছের ডাল
বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি
আসলে সেটা কারোর ছাদে
ঘুঙুরের শব্দ, আশ্চর্যরকম!