কবিতায় তপন মন্ডল

সত্যের সূর্য
জগত জুড়িয়া পুড়িছে মানব মিথ্যাচারের অনলে
অধুনা সময়ে সংকীর্ণ হৃদয়ে দুর্বৃত্তের পদতলে।
হিংসার জঠরে বুদ্ধের বিনাশ দেখিছে পৃথিবীবাসী
বাজে করতাল সর্ব বেসামাল হয়েছি দুষ্টের দাসী।
নিষ্ঠুর হাসিতে পুলক মননে ধ্বংসযজ্ঞের মহড়া
দ্বন্দের বেড়িতে বৈষম্য রীতিতে বিষময়তায় চড়া।
স্বার্থ দ্বন্দ্বে মরে শুধু প্রজাগন রাজা সুখী হিমঘরে
দরিদ্রের ধনে বিলাসীর মনে অপূর্ন কামনা ভরে।
বধির সমাজে নগ্নতায় মজে জীবধারা হচ্ছে লয়
গুরুর দীক্ষায় যথার্থ শিক্ষায় হবে সত্যেরই জয়।