কবিতায় তপন মন্ডল

স্বাদ ভিন্ন স্বাধীনতা
মরণ সংগ্রামে বীর সন্তান, ঢেলে রক্তবিন্দু।
স্বপ্নের ভূমি করেছে ভেট, মুসলিম শিখ হিন্দু।
নিশান হাতে ভারতবাসী, জাতি ধর্মে মজে।
ফুটপাত বাসির কঙ্কাল ছেলে, আজও আশ্রয় খোঁজে।
চেয়েছিল সংগ্রামীরা, চট্রল মুক্ত ভূমি।
দৈত্যরাজের শাসানিতে, স্বার্থত্যাগী হারায় জমি।
স্বাধীন দেশে চলতে ফিরতে, দেখি চাঁদাবাজি।
স্বৈরাচারীর দুর্বিপাকে, কাঠ পুতুল যে সাজি।
দেশ ভক্তির মধুর ভাষণে, পাপাচারী হাসে।
সন্ধ্যেবেলা নারীসঙ্গে, সুরার বানে ভাসে।
যুবক হাতে আজকে দেখি, মরচে যুক্ত ধজ্জা।
যদি থাকতেন বেঁচে যোদ্ধা, পেতেন তবে লজ্জা।