কবিতায় তপন মন্ডল

ছলনা
প্রকৃতি দেয় প্রকৃত বিশ্বাস,
তার নেই কোন ছলনার বিষ।
সর্বগ্রাসী ছলনায় বিভোর শ্রেষ্ঠ জীব!
ভরা যৌবনে প্রাণোনয়ীর অন্তরঙ্গ গভীর ঘন প্রশ্বাসে
ছলনার অভিসন্ধি।
এজন্যই হয়তো বা হাজারো সতেজের প্রাণ প্রদীপে যমের হানা!
কূটনৈতিকের মন ভুলানো হিটলারি জ্বালাময়ী
ভাষণে ছলনার নির্যাস—–,
মন মাতানো কল্প কথায় আমরা সবাই
মৌমাছির মতো মধু সংগ্রহে মত্ত হই।
আর ঘাতক এসে সুকৌশলে মধুর স্বাদের আহ্লাদে—–,
অহংকার আর অভিমানের কামুক প্রেমে
সাদাচিত্তে ভোগ দখলের ভূখণ্ডতে—–,
মানব প্রেমকে হাতিয়ার করে অহম রাজ্যে কপটতার বেড়াজালে সম্পর্কের খন্ডনেতে।
এসো নবীন!
বস্তুগত শিক্ষা আর অন্তর মন্থনের দন্ড দিয়ে
বিষ বৃক্ষের মতো উপড়ে ফেলি
শতেক ছলনার গুচ্ছ মূল।