কবিতায় তপন মাইতি

লাল গোলাপ
হে গোলাপ! তুমি জানো আমি কত অসহায়?
আমি কোন্ ভাষায় কথা বললে খুশি হবে?
বুঝে যাবে তোমার প্রতি রয়ে গেছি কৃতজ্ঞ
তোমার প্রতিদান কখনো ভুলবার নয়…
তোমার দুঃখ কষ্টে প্রেমের প্রতীক জীবন
খুব যত্ন করে উৎসর্গ করেছ ভালবাসা।
একটি সম্পর্কের জন্য নিজের আত্মহুতি
এমন মানুষ পাওয়া এখন কপালের…
তুমি নিজেকে কীভাবে কীট পতঙ্গের হাত
থেকে রক্ষা করেছ, নিজেকে বাঁচিয়েছ খুব…
আমি জানি; তুমি স্বচ্ছ জলের মতো নিষ্পাপ
এই ক্যাকটাস জীবন সহ্য করে কীভাবে
শরীরের জেল্লা এত আর টকটকে লাল!
রুক্ষ শুষ্ক মাটিতে নিজের পায়ে দাঁড়িয়েছ
নিজেকে লাল গোলাপ নামে পরিচিতি নিয়ে
প্রকাশ করেছ নিজেকে, আমি সেটা পারিনি…