গদ্য কবিতায় তপন মন্ডল

বিবেকানন্দ
চিরতরুণ, তারুণ্যের প্রতীক, বীরশ্রেষ্ঠ, বীরেশ্বর, নরেন্দ্র, নর শ্রেষ্ঠ, , যুব নায়ক, বীর সন্ন্যাসী , শ্রেষ্ঠ সেবক, তুমি। সুন্দর, মহৎ , পবিত্র পূর্ণভূমিতে তোমারি আবির্ভাবে, মেরুদণ্ডহীন নির্বীর্য মানুষ হয়েছে উদ্দীপিত।
তোমার জন্ম কেবলই বহুজনহিতায় বহুজনসুখায়।
আজ তুমি নেই! আছে শুধু সাহসের বাণী। বীর্যবর্তার বাণী, আছে শুধু আত্মবিশ্বাসের বাণী, নেতিবাচকতা পরিহারে যা করেছে মৃতসঞ্জীবনীর মত কাজ।
সুন্দর বসুন্ধরায় অজ্ঞতার কালো মেঘের আচ্ছন্নতায় তোমার হৃদয় সর্বদা হয়েছে অস্থির।
দরিদ্র অজ্ঞ, নিপীড়িত মানুষের ব্যথার তীব্রতা
অনুভব করেছ নিজ সরল সহিষ্ণু মননে।
মানুষ গড়ার শিক্ষার আদর্শে, তুমি ভেঙেছো প্রাচ্য -পাশ্চাত্যের অদৃশ্য সীমারেখা।
উপনিষদের শুদ্ধ বাণীর সরল ব্যাখ্যায় এই গোলকের মানব পরিবারকে শিখিয়েছো মনুষ্যত্ববোধ।
সপ্ত ঋষির এক ঋষি তুমি, মানুষে মানুষে ভেদ ঘুচিয়ে জাগ্রত করেছে মানব প্রেমের বাণীতে।
বর্তমান হিংসার রনহুংকারের সামনে তোমার অমোঘ নির্ভীক বাণীতে মুক্তির পথ হোক মসৃণ।