কবিতায় তাপস মাইতি

উর্ত্তীন
একাই দাঁড়িয়ে পড়ি
একাকেই পেছনে ঠেলে
পথে উড়ছে ধুলো
নিজেকে পথে ফেলে রেখেই
গাছের উপর নীলের ঘর
নীলের নিচে সবুজ মাঠ
সেখানে দৌড়োচ্ছে হাওয়া
খুঁড়িয়ে খুঁড়িয়ে তবুও
সকল একাকে নিয়ে সন্ধ্যার অন্ধকার
ঝাটিয়ে ঝাটিয়ে নক্ষত্র তুলছি চোখে
যেখানে তৈরি হয় একটা
বিজয় উৎসবের মঞ্চ।