।। নারী ও সমাজ ।। নিয়ে লেখায় তাপস মহাপাত্র

রান্নাঘর
বাড়ি ফিরে উনুনের পাশে বসতাম
পোড়া মাটি থেকে বেরিয়ে আসতেন মা।
বাইরের গরম আর খিদের মাঝখানে
হাত পাখা তুলে ধরতেন তিনি।
তখন আমার চন্দ্রডোবা পুকুরের কথা মনে হতো,
মৌরলা মাছেদের কথা, জ্যোৎস্না জড়ানো ব্রহ্মাণ্ডের কথা……
খিদেগুলো কেঁদে উঠলে এখন ভিজে কাপড় বেঁধে নিই,
এখন সহজেই আগুন হতে পারি,
বাড়ি ফিরে তাই উনুনের পাশে যাই না আর।
ওখানে আজও অসহ্যগুলো রান্না করছেন মা, করুন !