• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় তিলক মুখার্জি

রবি

সবার লক্ষ্য এড়িয়ে যায়
আলখাল্লা পড়া দীর্ঘ এক বৃদ্ধ
দাঁড়িয়ে রাস্তার ওপারে-
হাতে নিয়ে একটি মোটা পুঁথি
দৃষ্টি যার ” অলক্ষ্যের পানে ”
মোড়ের মাথায় নিম্ন স্বরে
“গহন কুসুম কুঞ্জ মাঝে” ।
জমেছে অঙ্গে স্তরে স্তরে
বহুদিন ধরে ধুলোর চাদর –
রৌদ্র গমগম মধ্য গগনে ,
কখন ও শীতের নির্জীবতায় ,
ঝড় ঝঞ্ঝাট প্রলয় হবার পর
সততার মেরুদন্ড শক্ত হয়-
আঁচ লাগেনা কিছুর ।
সৌর মন্ডলের অধিপতি তিনি
বাঙালির রবি ঠাকুর ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *