কবিতায় তাপস মাইতি by TechTouchTalk Admin · August 9, 2024 এলো না পাশে জানালা আর জ্যোৎস্নার এলোমেলো প্রবেশ দূরে গাছেরদের ছায়া আর তীর্থে জনসমুদ্রের মতো কুয়াশা বসেই আছো তাও রাত দেড়টা বাজতে চললো মেঘেরা এসে জ্যোৎস্না লুট করেছে গাছেরা কুয়াশা ভোর পর্যন্ত ঘুম লুট করলো চোখ তবু সে এলো না! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love