কবিতায় তাপস মাইতি

মহীরুহ
দূর থেকে সবাই উঁচিয়ে দেখি
দীর্ঘ তালগাছটার দিকে
প্রথম জ্ঞান বৃদ্ধি পাওয়া বালকও
কৌতূহল বশত বেয়ে উঠতে চায়
ওই গাছটির শিখরে
সবাই জানি অত উঁচুতে গিয়ে
পৌঁছনো অত সহজ কাজ নয়
যতবড় গাছ তার ততবড়
গুচ্ছ শেকড়
আমরা তেমনি যদি মনের শেকড়
চালাই, মহীরুহ হওয়া কিছু নয়।