ক্যাফে কাব্যে তপোব্রত মুখোপাধ্যায়

দৈব
প্রবল চেষ্টার পরে ঘুমিয়ে পড়েছেন ঈশ্বর।
ডিলিরিয়ামের ঘোর।
এক অনিদ্রযাপন শেষে এক পৃথিবী স্বপ্ন এসে
বসেছে দিব্য চোখে। এক সূর্য
বহু হয়ে দিগন্ত ছাপিয়ে এখন মধ্যাকাশে
ঈশ্বর পাশ ফিরলেন।
খরা, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগের ঘণ্টা বাজিয়ে
খবর ও ত্রাণ জায়গায় জায়গায়
পৌঁছে গেল যতক্ষণে, ঘুম ভাঙল।
এক আঁজলা জল ছুঁড়ে দুঃস্বপ্নের চোখে
ঈশ্বর পুবের জানলাখানা খুলে দিলেন।