কবিতায় তাপস মাইতি

কোথাও যেন
কোথাও যেন
বৃষ্টিরা ছন্দ হারিয়ে মাড়াচ্ছে ধুলো।
কোথাও যেন পথ
পথিকের পদধ্বনিতে দিশেহারা।
যারা মাটির প্রদীপে সলতে পাকাতে এসেছিল
কোথাও যেন আগুন সকরুণ।
ওই গতি, ওই প্রবাহ,
নদীর কোথাও যেন মন্দ মন্থরতা।
সব ঠিক ঠাক কোথাও যেন দড়ি পাকানো আর
একাদশীর চাঁদ বাঁকানো জ্বলা।
কোথাও কোথাও শিশিরের স্তর
ঘাসের উপর যেন একখানা ছেঁড়া মাদুর।