|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় তাপস মহাপাত্র

এমন একজন
এমন একজন কি নেই
যাকে একদিকে রাখলে বাকি একদিক-
পুরো বিশ্বটাই কম পড়ে।
দুদিক ঠিক রাখতে লেগে যায় গ্রহ-নক্ষত্রের অনুগ্রহ
আহা, সারাজীবন ভরপুর ব্যস্ত তাহলে !
এমন একজন কি নেই
যার ভালো লাগার কবিতা খুঁজতে গিয়ে
নিঃশেষ হয় সমস্ত মহাকাব্য।
একটা মনোগ্রাহী পংক্তির জন্য সারাটা জীবন
মাথা কূটতে হয়, কপালের ফাটল থেকে-
বেরিয়ে আসে সমস্ত সুন্দর, অথচ তা মনঃপুত নয়।
এমন একজন কি নেই
যার ভালোবাসার টান সামলাতে লেগে যায়
মানব-ইতিহাস, তবুও বেসামাল !
এমন একজন, ঠিক এমনই একজন কেউ………