প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

দেখা
মানুষের ভীড়ে পাইনি তোমারে
পায়নি অন্তরে খুঁজে,
কত যে খুঁজেছি আপন মনে
এ দুটি চক্ষু বুজে।
পাইনি তোমায় নগরে বন্দরে
পাইনি এ সংসারে,
পাইনি তোমার তীর্থ প্রতীমায়
পাইনি যে মন্দিরে।
জলে স্থলে আকাশে বাতাসে
প্রাণে প্রাণে চিরকাল,
তুমি আছো বলে দিন রাত্রি
বহিছে অনন্তকাল।
সর্বজ্ঞ তুমি জীবনে মরণে
অনন্ত আশার আলো,
অনন্ত অসীম জগৎ জীবন বেসে যাও তুমি ভালো।
নিঃশ্বাস আর বিশ্বাসে ভরা
তুমি হে পরমেশ্বর,
নিরবে নিথরে কাজ করে যাও
এ জগৎ এর পর।
এ চরাচরে খুঁজিয়া তোমারে
প্রতীক্ষায় আমি একা,
কবে যে পাবো হে দয়াময়
অন্তরে তোমার দেখা।