প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

শ্রম ও শ্রমিক
ইতিহাসে লেখা হয়নি কোনদিন অতি সাধারণ মানুষের কোন নাম,
কিম্বা সারাটি জীবন জুড়ে কোদাল কাস্তে হাতে যে ভেঙ্গেছে যুগের নিষ্ঠুরতা,
কেউ কি লিখেছে ইতিহাসের পাতা ভরে সেই সব মানুষের কথা।
লেখা নেই জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষ কিম্বা শ্রমে ভেজা কৃষকের সুনাম।।
হাজারো শ্রমের শ্রমে,পৃথিবীকে গড়েছে যাঁরা- সকলের সব সুন্দরতা,
শ্রমের প্রেমে যাঁদের বুকে প্রাণে লেখা থাকে ছোট ছোট উজ্জ্বল ইতিহাস,,
মাঠের সবুজ যাঁদের ভালবেসে আজীবন কষ্টটাকে করে যায় গ্রাস।
সুবিশাল অট্টালিকায় লেখেনা কেউ রাজমিস্ত্রির শ্রমের মর্যাদা ও সফলতা।
রাজপথে লেখেনি কেউ কোন শ্রমিকের নাম এই পৃথিবীতে,
যাদের শ্রমে গড়া হয়- এজগতে কত সুন্দর পায়ে চলার পথ,,
ম্যানশনে কখনো কেউ লেখেনি নাম ফলক- গড়েছে ম্যানশন যে হাত।
ক্লান্তির অবসানে বিশ্রামের অবকাশ দেয়নি যে কেউ শ্রমিকের বিশ্রাম নিতে।।
বরং দেখেছি আমি সঠিক শ্রমের মাঝে কৈফিয়তের ঝড় বয়ে গেছে কত,
লেখা হয়নি লিখতে দ্যায়নি কেউ প্রকৃত প্রাপ্তির কোন সঠিক ইতিহাস,,
এভাবেই যুগ যুগান্তর কেটে গেছে- এখানেই হারিয়েছে শ্রমিক ও শ্রমের পরিহাস।
স্রোত আর শ্যাওলায় সাধারণ শ্রমিক গুলো হারিয়ে যাচ্ছে এখনও অবিরত ।।