প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

অন্যরকম দেশের গল্প
অন্যরকম দেশের গল্প শুনতে আমি চাই,
সত্য সবাই বলবে মানুষ মিথ্যে যে দেশে নাই।
হিংসা বিদ্বেষ নাই যে দেশে
নেই কোন রেশারেষি,
এমন একটা দেশে থাকতে
আমি বড় ভালবাসি।
আমরা মানুষ সবাই সবার
খুবই আপনজন,
মায়া মমতায় জড়াজড়ি করে
ভালবাসি সবার মন।
ক’দিন আর বলো থাকবো বেঁচে ক্ষণিকের এজগত,
মরণের পর হারিয়ে যাবে
হিংসা বিদ্বেষ মতামত।
এসো হে নতুন গড়ে তুলি আজ
নতুন একটা দেশ,
মানুষের মধ্যে থাকবেনা কোন
হিংসা ও বিদ্বেষ ।
সৃষ্টিকর্তার অসীম কৃপায় এ জগতে বেঁচে আছি,
সবাই সবার ভালবাসা নিয়ে
সুন্দর হয়ে বাঁচি।।