প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

শেষ অবসানে

কে তুমি বসে আছো মুক্তপ্রাণে জগতের কাছে মানবস্বভাবস্পর্শে শতাব্দীর ধারায়,
তোমার ও আগে এইখানে তোমার মত একাকী হয়তোবা বসেছিল কেউ,,
তুমি আমি কেউ সে কথা জানিনা- পৃথিবী ও মনে রাখেনি প্রকৃতি মুছেছে তা’কেও।
একদিন সেও তোমার মতই জীবনের কিরনে রাঙিয়ে ছিল পৃথিবী অনন্ত বিভায়।।

কি অদ্ভুত আমাদের জীবন – গতি ও প্রকৃতির মাতৃগর্ভে বিলুপ্তি ঘটে আজীবন,
এই প্রাণ কোথা থেকে আসে কোথায় সে চলে যায় অজানা অদৃশ্য বিবরন।
তবুও আমি তুমি সবাই এখানে বসে আছি – বলতে পারবো কি কতক্ষণ।
তুমি ও জানোনা আমি ও তো জানিনা জানেনা আমাদের এই মন।

তবুও তো আমাদের এখানে বসে থাকতে হয় – অদৃশ্য কারণে জীবনের প্রয়োজনে,
ভালবাসার অমিয় টানে- জীবনের মর্মে ক্লান্তির অবসানে,,
তুমি ও আমি নিঃশ্বাসে বিশ্বাসে গোধূলির সূর্যের মতো প্রতীক্ষায় আছি,জীবনের শেষ অবসানে।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।