প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

তবুও তুমি
প্রেমময় সোনালী জ্যোছনা যেন আঁধার ভেঙে ভেঙে এলো প্রাণে,
পুবের জনমে ,তুমি ছিলে যেন- আপন আমার এ জীবনে,,
কখন যে চাঁদ- ডুবে গেছে একা কেউতো দেখেনি ভুলে,
সূর্যটা বুঝি হারিয়ে গেছে পৃথিবীতে আলো জ্বেলে জ্বেলে।
অন্ধ জীবন আজ পথ খুঁজে খুঁজে কোথায় চলেছে আনমনে।
চাঁদ ও সূর্যের হয়নি মৃত্যু – মানুষ মরেছে ভূবনে।।
তুমি ও নেই ,আমিও নেই ,তবুও অপূর্ব প্রেম তোমার ও আমার প্রাণে,
সারাক্ষণ বেঁচে আছে,সবুজ পাতার মতো তোমার মুখের ঠোঁটে রাত্রি ও দিনে,,
কে জানে- পৃথিবীর অমিয় সুখ- উৎসরণে তোমার হৃদয়ে সফলতা ছিলো,
সমুজ্জ্বল- মহানুভবতার আত্মসাক্ষী পর্বতের মতো আনন্দধারায় বয়েছিলো।
রৌদ্রের শব্দের মতো, মৃত্যু শব্দ এসে লীন হলো মধুর জীবনে।
তবুও তুমি ভালবাসার কথাটাই বলে গেলে পৃথিবীতে মানুষের কানে কানে।।