T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় তরুণ কুমার ইন্দু

আমি তিলোত্তমা বলছি
আমি তিলোত্তমা বলছি—
তোমাদের চিৎকার থামিয়ো না
হোক আরও তীব্র প্রতিবাদ;
আগুনের দীপশিখায় বেজে উঠুক প্রতিবাদী শঙ্খ।
যেখানে আমার চেতনা, আমার শিক্ষা,
আমার জাগতিক বিশ্বাস, আমার আস্থা,
আমার সংকল্প, আমার নারীত্ব !
একে একে দলিত, মথিত, বিসর্জিত।
নির্মম যন্ত্রনা, নিয়ে একুশটা ক্ষতের চিহ্ন
শোনো সহস্র নারী, এ লড়াইটা তোমাদেরই জন্য!
ঠিক সেখান থেকেই উঠুক দুর্নিবার প্রতিরোধ
সমস্বরে গর্জে উঠুক এ বাংলার আকাশ,
বাতাসে ভাসুক প্রতিবাদের সুগন্ধ।।
আমি তিলোত্তমা বলছি—
তোমাদের চিৎকার থামিয়ো না
হোক আরও তীব্র প্রতিবাদ;
প্রতিবাদের লেলিহান শিখায় পুড়ুক যত জীর্ণ দম্ভ।
এভাবেই জোয়ার উঠুক রাষ্ট্র নীতির বিরুদ্ধে
অন্যায়ের বিরুদ্ধে আছড়ে পরুক ঢেউ শহরে শহরে;
প্রতিটি গ্রামে ধ্বনিত হোক, বিচার চাই, বিচার চাই!
প্রতিটি বাবার সন্তান, নির্ভয়ে পাক এ বাংলায় ঠাঁই।
নির্মম যন্ত্রনা, নিয়ে একুশটা ক্ষতের চিহ্ন
শোনো সহস্র নারী, এ লড়াইটা তোমাদেরই জন্য!
তোমাদের চিৎকার থামিয়ো না
হোক আরও তীব্র প্রতিবাদ!