কবিতায় তাপস কুমার দে

ঘ্রাণ দৃঢ় হলে…
কোনো অনুভূতির উঠোন জুড়ে ভয় বসতে পারে
যার অযুত-নিযুত ঢেউ লুকিয়ে থাকা অনুচর, গূঢ় প্রবালের চিহ্ন
আত্ম সমর্পণে ছিল নৈঃশব্দের বিশ্রাম
সহজ অভ্যাস, গ্লানিময় ক্ষয়মগ্ন দীর্ঘ পরাগায়ন
ফোটায় সুশোভিত ভোর
নশ্বর রাত্রি, ছায়াঘন পৃথিবী আস্বাদনে বসে থাকা কবিতায় স্থায়ী উপমা
যার প্রতিবিন্দু পরিখাতে পড়ে থাকা চোখের ভাষা
ভীতির পালে সাড়া পড়া জনপদ হাড়ের বুকে লেগে থাকে প্রপিতা
ঘরেফেরা পাথরের মতো আমসত্ত্ব
সবুজ ঘ্রাণ চোখে চোখে দৃঢ় হলে শ্বেত-কুয়াশা ঘুমিয়ে যায় বর্ণচ্ছটা সমুদ্রে।