তুমি মাটিতে দাঁড়িয়ে থেকে পুরুষের কাঁধে হাত দাও
ময়ূর নেচে যায়……
২| কাঁচামাল
রুটি গড়ি আটা মেখে
তরকারি ঝুড়িতে কত আনাজ
বাবা নামতা পড়িয়ে যায়
বিছানায় তৈরি হয় জীবন
টবে একটি গাছ দাঁড়িয়ে থাকে
এ সকল কাঁচামাল মাটি ছিল
এসবের কাচাঁমাল মাটি হবে
অদৃশ্য মেকার নিরবতা পালন করে যায়…….
৩| উদ্ধৃতি কাল ২০২০
১লা শ্রাবণ
গুমোট গরম মেঘ ধরেছে চাদে দাঁড়িয়ে দেখছি
খুব ইচ্ছে করছে বৃষ্টি মাখতে
বৃষ্টি নামছে গা ভিজে যাচ্ছে
স্পর্শ করে দেখি বৃষ্টি নেই জল লেগে আছে
২৯ শে জুলাই
কাল হয়ে আছে কালো ইচ্ছে করে সংস্কার মাখতে
বীরসিংহ থেকে ভাবছি বদলেছে দিনকাল
বিদ্যাসাগর চলে গেছেন
রক্তে মিলিয়ে যাচ্ছে সংস্কার
২২ শে শ্রাবণ
শান্তি নিকেতনে আছি
রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন
একটা হারমোনিয়াম কিনছি
সংস্কৃতি মাখাবো বলে