কবিতা সিরিজে তুলসী কর্মকার

১| পেখমবাড়ি

গেল বর্ষাতে তোমাকে দেখে পেখম মিলেছিল
ময়ূর তোমার ভীষণ পছন্দ
ঝড়ঝড় শব্দে প্রতিটি পালক হয়েছিল আকাশমুখী
তুমি বিষ্ময়ে অস্থির হয়েছিলে
ভাষাহীন ভালোলাগারা তোমাকে ঘিরেছিল
জানি পুরুষ তোমার পছন্দ
তুমি জানো ময়ূরকে স্পর্শ করে দেখেছি
সাপ কীট দানাশস্য রক্ত হয়ে বইছে
সাপ ছুঁয়ে দেখেছি ব্যাঙ ইঁদুর দিকে আঙুল তুলছে
ব্যাঙ ফড়িং, ইঁদুর দানাশস্য দেখাচ্ছে
ফড়িং ঘাসকে, দানাশস্য গাছকে ইশারা করে
মাটিতে আষ্টেপৃষ্টে বাঁধা গাছ
গাছ বীজকে দায়ী করে, বীজ মাটিকে
মাটি বীজকে ধমক দেখায়, বীজ পুরুষের উপকরণ
তুমি মাটিতে দাঁড়িয়ে থেকে পুরুষের কাঁধে হাত দাও
ময়ূর নেচে যায়……

২| কাঁচামাল

রুটি গড়ি আটা মেখে
তরকারি ঝুড়িতে কত আনাজ
বাবা নামতা পড়িয়ে যায়
বিছানায় তৈরি হয় জীবন
টবে একটি গাছ দাঁড়িয়ে থাকে
এ সকল কাঁচামাল মাটি ছিল
এসবের কাচাঁমাল মাটি হবে
অদৃশ্য মেকার নিরবতা পালন করে যায়…….

৩| উদ্ধৃতি কাল ২০২০

১লা শ্রাবণ
গুমোট গরম মেঘ ধরেছে চাদে দাঁড়িয়ে দেখছি
খুব ইচ্ছে করছে বৃষ্টি মাখতে
বৃষ্টি নামছে গা ভিজে যাচ্ছে
স্পর্শ করে দেখি বৃষ্টি নেই জল লেগে আছে
২৯ শে জুলাই
কাল হয়ে আছে কালো ইচ্ছে করে সংস্কার মাখতে
বীরসিংহ থেকে ভাবছি বদলেছে দিনকাল
বিদ্যাসাগর চলে গেছেন
রক্তে মিলিয়ে যাচ্ছে সংস্কার
২২ শে শ্রাবণ
শান্তি নিকেতনে আছি
রবীন্দ্রনাথ জোড়াসাঁকোয় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন
একটা হারমোনিয়াম কিনছি
সংস্কৃতি মাখাবো বলে
২৬ শে শ্রাবণ
ঈশ্বর ধরতে গিয়ে জন্মাষ্টমী পালন করছি
রুটি সুজি আম আনারস ফালিফালি
যতটুকু ধরেছি
খাদ্যের অভ্যন্তরে আছেন কৃষ্ণ
৩১ শে শ্রাবণ
কামার পুকুরে পরমহংসদেব আর জীবিত নেই
উদ্দেশ্য ছিল কামিনী কাঞ্চন ত্যাগ
ভোগ করছি ইচ্ছেমতো
অন্তহীন অজুহাত খাড়া আছে বিরামহীন মত আর পথ
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।