কবিতা সিরিজে তুলসী কর্মকার

রেণু
বসন্ত এলে প্রেম পাই
পাতলা চাদর জড়িয়ে রাতকে সরাতে থাকি
জানালার পর্দা গুড়িয়ে দেখি ফুল
তনুতে পরাগ লেগে যায়…..
রুদ্রযান
পলাশ ফিঁকে হয়ে যায়
বৃষ্টি নামে
পিচ্ছিল পথ
জমাট বাঁধে ধুলো
সেখানে লুকিয়ে পড়ে প্রাণ
এবং
অনুস্বার থেরাপির কাছে স্পেসিফিক ধরণ নেই
ঠিকঠাক খাড়া হয় অল্প সময়
ফিকশনে লুকিয়ে পড়ে সন্তোষ
ভাস্কর ভাস্কর্যে মগ্ন প্রণয়ন
চক্রবুহ্যে নীল পলাশ চন্দ্রবিন্দু পড়ে
ইউজ করলে ঝরে ঘাম
অনথায় গুমোট নিশ্বাস কথা বিসর্গ হয়ে যায়….
লহরী
ওরা কারা আছাড় খেয়ে পড়ে
দ্রুত মিলিয়ে যায়
ফেনাময় ক্রমাগত স্কার্ব
কত শিশু
কত যৌবন
কত বার্ধক্য
অবিরাম শিথিল নিথর
পলকহীন চোখ বাউল সাজে মন……