মুচলেকা
শব্দ দানা বাঁধছে। কনকনে হাওয়া। চারিদিকে অন্ধকার। মুঠো মুঠো ভাবনার দলা। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। কোথা থেকে কি যে হচ্ছে বোঝা যাচ্ছে না। যা ভাবছি একটু একটু করে অক্ষর খাড়া হচ্ছে। জন্ম নিচ্ছি। কে কে আমি। বোঝার আগেই তোমাকে ধরে বাঁচতে চাইছি। ইচ্ছে ও উপায় নিয়ে হেঁটে চলেছি।
আলো দেখা যায়। স্বপ্ন থেমে নেই।
কে! কে ওখানে? বসু। গান্ধী। কালাম। মেঠো চাষি। শ্রমিক। আম্বানি। রঘু ডাকাত। ফুলবানু। শয়তান। কৃষ্ণ। গৃহবধূ। রবীন্দ্রনাথ। ফকির। রামরহিম। সাধারণ। অসাধারণ। সব্বাই আমি। সবই আমি! ধরতে চাইছি তোমাকে!
কোথায় কোথায় তুমি? মন ভাঙার আগে যোজন পথ। ঐ দেখা যায় বসে আছো। অন্ন! বস্ত্র! বাস্তু! অর্থ! মান! যশ! মায়া! মোহ! হিংসা! ঘৃণা! ভয়! কাম! প্রেম! ক্রোধ! লোভ! প্রকৃতি। দলগত সব্বাই তুমি! তোমাকেই চাইছি! এসো আলিঙ্গন করি। ঘনিয়ে এলো কালো ধোঁয়া। কে কে এগিয়ে এলো বুঝতে পারার আগে বেহুঁশ।
আজ আমার ভিতরে লুকিয়ে থাকা তুমিটা ঠিক কি এবং কে, তাঁর খোঁজ করতে করতে বেঁচে আছি সময়ের হাত ধরে……….