বাবাকে জিজ্ঞাসা করি এত বই কেন?
পড়ে দেখলে কী হয়?
বাবা বলেন অভিব্যক্তি রাখা আছে
সত্যের সন্ধানে ব্যক্তিগত স্প্রিং
প্রকৃত সত্যি একপ্রকার নির্লজ্জ
স্থিস্তিস্থাপক ধর্মের ভিতে লুকাইত
যাঁরা পুল ধরে টানেন তাঁরা টের পান
কেন পৃথিবীতে প্রত্যেকদিন সকাল হয়
মাঝে মাঝে জল ঝড়
শীত কখনো গরম
যাঁরা এসবের ধার ধারেন না
তাঁরাও উপভোগ করেন
গনগনে আগুনে হাত সেঁকেন
ভাত ডাল আলুসেদ্ধ খান
ঘুমিয়ে পড়েন
শেষ জানার আগে
আদ্রা মেদিনীপুর প্যাসেঞ্জার প্রস্তুত
রোদ ওঠে, পুনরায় একটি সকাল হয় …
২। পেন্ডুলাম
আলো ফুটবে ক্ষণিক পর
পাখি ডাকছে
কথন পর্ব অব্যাহত
পড়ে আছে আস্ত একটা দিন
খাদ্য সম্ভোগ বিস্তার খোঁজে মন
তাঁর আর বাসায় ফেরা হয় না
তিনি ঝঞ্ঝাট অতিক্রম করেন
তাঁকে নিরঙ্কুশ আশ্রয়ে দেখা যায়
বিকেল আড্ডায় সরব রোমাঞ্চ
ফিলিংস মাখে রাত
স্বপ্ন দেখতে দেখতে সকাল হয়
গোচরে এগিয়ে চলে দিন
যাপন রন্ধ্রে দোলন কলা, জীবন ঘন্টা বাজিয়ে যায়