কবিতা সিরিজে তুলসী কর্মকার

১| বিয়োজন
আকাশমাঠে টুকরো মেঘ ভাসতে ভাসতে রুমাল হয়
রুমাল ভাঁজ খেয়ে উট
উট শুয়ে-বসে নারী মুর্তি ধারণ করে
অতপর থকথকে সাদা মেদ দেখা যায়
এসব নিরর্থ নয় নির্দিষ্ট নয় অকস্মাৎ মেঘাচার
মস্তিষ্কে এরূপ লেয়ার আছে
শিহরণ ম্রিয়মাণ স্ফটিক স্ফীত মুহূর্ত আছে
ক্যানভাস মনে সুস্পষ্ট ছবি গড়ে
লোকাচার লোকলাজ ব্যতিরেকে
দৃশ্য স্পর্শ অনুভব হস্তমৈথুন স্বপ্নদোষ হতে যায়
২| অ্যান্টিক
চিলেকোঠায় ধর্ম আছে
অব্যবহৃত সত্তা
গুড়ো হয় ছিঁড়ে যায়
চেষ্টা করেও ছুঁড়ে ফেলা যায় না
পাতায় পাতায় সংস্কার
প্রজন্ম পাঁজাকোলে জঞ্জাল
অপসারণ বিধি লাগু
পাঁজরে গলিত ইতিহাস শোভা হয়ে যায়….
৩| মানবতা
একদিন
ঈশ্বর মৃত বলে ঘোষিত হবে
সরকার পতন হবে
টাকা মূল্য হারাবে
নারীর স্বপ্ন ভঙ্গ হবে
মদ নেশা হারাবে
তখন
টাকা সরকার ঈশ্বর মানুষের সৃষ্টি বলে গণ্য হবে