কবিতায় তৈমুর খান

বিবাহসভা
আমি ভাষা বুঝি নাকো তাদের
শুধু নীরব ভাষায় কথা হয়
সে অনেক কথা—
দীর্ঘ রাত্রি জেগে থাকে তারা
করুণ সকাল এলে একে একে প্রশ্রয় ভিখিরি
মিছিল যাচ্ছে আর যুদ্ধ সাজাচ্ছে সভ্যতা
কথারা কোথায় যাবে—হে আলোক যুগের প্রহরী?
নীলখাম ছিঁড়ে ছিঁড়ে উড়ে যাচ্ছে প্রজাপতি
এখন বিবাহসভা ভাষাহীন ভাষাদের দৈব আরতি।