T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় তন্ময় কবিরাজ

আমার কবিতা
তোমার কবিতা তো শব্দে
আমার শব্দ আগুনে পুড়ছে
সেখানে অভিমান আসে না
সৌখিন বিলাসিতা দেখিনি কতদিন
আমার ছন্দে অভাব আর দুর্ভিক্ষ
আমার অলঙ্কারের ঝরা ফুলে
ঘুমিয়ে থাকে মৃত স্বপ্ন
আর জীবনের হাহাকার
রাতের জোনাকিরা আসে
আলো নিভিয়ে পোড়া শরীরে ,
বোলতার চাকে প্রতিবাদের ঢিল
জল নেই, শুকনো নদীর পাশে
পালকঝরা কাকেরা শুয়ে সারারাত
ওরা মরবে না,ওদের মারবে না কেউ
ওরা ভেসে যাবে বন্যায় –
শূন্যতার আস্ফালন –