সন্ধ্যে নেমে গেছে
ভাষা বর্ণ সেজে ছন্দ খুঁজে। একটু প্রেম বয়ে যায়। ঘোলা জল নদীতে। খালে ছিটেফোঁটা। নরম রঙে শালের পাতা। ঘরে ফেরার তাড়া। বেশ চলে। তোমার ব্যস্ত দিনে। আমার সস্তা আমন্ত্রণ। চুমুক থাকে চায়ে। স্বপ্ন লাগে চোখে। ছোঁয়াতে সাদা অনুভূতি। কেন তা। কালো দোক্তা সাদা চুন। মাতনে জ্বলে গাল। ক্যারাক্সি কুরকুরেতে মজে বুলেট। ভট করে বেলুনটা ফাটে। নিরীহ বাটুল বুঝে যায়। কাছে মা। জ্বালে প্রদীপ। হাতে দূর্বা। মুখে মিষ্টি। টক দই। ফটো বাহার। মুহূর্ত চলে যায়। স্নান করতে গেলনা সে। চোখে চোখ রাখে সময়। ব্যকুল মন। সখী হে ভালো আছো? বয়ে যায় চনমনে সভ্যতা পেরিয়ে খশখশে জীবন।