ক্যাফে গুচ্ছ কাব্যে তন্ময় কবিরাজ

১| যখন বর্ষা এলো
যখন বর্ষা এলো
নাটকের দুজন তখন খুব ঘামছে
জানালা খুলছে-
আমি বৃষ্টি আসবে বলে
জানালা বন্ধ রেখেছি সারাদিন
বৃষ্টি না এলে ওরা ভালবাসত
ওদের দেখা হতো –
তুমি এমনই
গতিপথ হারিয়ে নদী শেষ হয়ে যায়
অনুকবিতার মোহনায়।
২| বর্ষা এসেছে আগেই
বর্ষা এসেছে অনেক আগেই
আমিই ছাতা নিতে ভুলে গেছি, বলো ?
সবাই কেমন এলোমেলো
হয়ে ভিজছে,আমি অপেক্ষা
করছি তুমি আসবে বলে –
আমার রাস্তায় কাদাজল
আর কাটাকুটির মধ্যে সুখ
ছাতা ধরেছি বলে গত বর্ষার
কবিতাটা আজও শেষ হয়নি –
অপেক্ষাটা আরোও দীর্ঘ হোক
গাছের গায়ে ফোঁটা জল
তোমার স্মৃতি হয়ে জমতে থাক।
৩| বৃষ্টি বলে ক্ষমা করেছি
বৃষ্টি বলে ক্ষমা করেছি তোমায়
হঠাৎ দেখা চোখের মধ্যে নদী
আমি পাল ধরেছি
অনেকটা পথ একলাই যাবো আজ-
জল জমেছে
রাস্তা নেই,আমার বাড়িতে পুকুর
ডুব দিতে চাই
তোমার দেখা পাবো?
৪| বৃষ্টিতে ট্রেন
ট্রেন আজ আর লেট করেনি
মেঘলা আকাশ অনির্বাণের মুখ
তবু আজ বৃষ্টির পূর্বাভাস নেই –
দেরি হলে দেখা হতো
প্রতিদিনের মত চেনা গাছের আড়ালে
বৃষ্টি নামলে ফুল ঝরতো না
শুধু স্নান করে যেত ক্লান্তি
ট্রেন চলে গেল
এতো তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেল স্টেশন
মেঘ জমলে হয়তো বৃষ্টি হবে
কিন্তু বৃষ্টিকে আজ আর দেখা হবে না।