ক্যাফে কাব্যে তন্ময় কবিরাজ

সুখ

কবি সুখ রেখে গেল

তাঁর কবিতার খোলসে,
যেখানে রক্ত দেখেছি
সেখানেই তোমার ঘর-
কবিতায় চিনতে পারি না
বুঝতে পারিনা বলে
আজও কোনো কবিতা শেষ হয়নি-
অস্থিরতার পাশে তুমি
তোমার পাশেই পাহাড় ভাঙা নদী
হঠাৎ সূর্যের আলো –
আমি তো ভোর চেয়েছিলাম
আলসে আলাপ
আদুরে রাস্তাতে দেখা হবে …
কবিতা আমায় ছেড়ে চলে যায় বারবার।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *